Narendra Modi

এনআরসি নিয়ে চুপ, আসাম থেকে নেহেরুকে আক্রমণ মোদির

জাতীয়

ভারত চীন যুদ্ধের প্রসঙ্গ টেনে আসামের সভা থেকে কংগ্রেস এবং নেহেরুকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার আসামের ধাররাং জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময় নেহেরু আসামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং সেই আঘাত থেকে রাজ্য আজও সেরে ওঠেনি। প্রধানমন্ত্রী বলেন, "১৯৬২ সালে চীন আগ্রাসনের সময় জওহরলাল নেহেরু আসামের মানুষের ওপর যে ক্ষত তৈরি করেছিলেন, তা এখনও শুকায়নি।"
কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "কংগ্রেস আসামে কয়েক দশক ধরে রাজত্ব করেছে, অথচ ব্রহ্মপুত্র নদের ওপর মাত্র ৩টি সেতু তৈরি করেছে। আমরা গত ১০ বছরে ৬টি সেতু নির্মাণ করেছি।"
তিনি আরও অভিযোগ করেন, "কংগ্রেস অনুপ্রবেশকারী এবং দেশবিরোধী শক্তিকে রক্ষা করে।" প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পরিবর্তে "পাকিস্তান-পোষিত সন্ত্রাসবাদীদের" সমর্থন করার অভিযোগও আনেন। তিনি বলেন, "ভারতরত্ন ভূপেন হাজারিকাকে কংগ্রেসের অপমান আমাকে কষ্ট দেয়।"
উল্লেখ্য বিজেপি শাসিত আসামে একাধিক সমস্যা রয়েছে। এনআরসির নাম করে বহুমানুষকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। উষ্কানি দেওয়া হচ্ছে উগ্রসাম্প্রদায়িকতাকে। এই সব নিয়ে কোন কথা বলতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে। যেই হিন্দুদের আবেগ নিয়ে বিজেপি নিজেদের রাজনৈতিক প্রচার চালায়। আসামে এনআরসির নামে বহুহিন্দুকেও রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট আগামী বছর আসাম বিধানসভা নির্বাচন বিজেপির মুখে উন্নয়নে কথার বদলে বেশি করে শোনা যাবে উগ্রহিন্দুত্ব এবং সাম্প্রদায়িক প্রচার।
এই সফরে প্রধানমন্ত্রী ধাররাংয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে গুয়াহাটি রিং রোড প্রকল্প, যার মাধ্যমে গুয়াহাটি শহরের যানজট কমানো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এছাড়াও, ব্রহ্মপুত্র নদের ওপর কুরুয়া-নারেঙ্গি সেতু উদ্বোধন করেন তিনি।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন