DHARNA CM

ধরনা কেন: দেখুন ভিডিও

রাজ্য

DHARNA CM

গ্রামে কাজ নেই। বন্ধ রয়েছে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান যোজনা বা ‘মনরেগা’। চালু কথায় একশো দিনের কাজ। ধরা পড়েছে তৃণমূলের ভয়ঙ্কর দুর্নীতি। গ্রামে গ্রামে প্রচারে সিপিআই(এম) বলেছে ‘গ্রাম জাগাও, চোর তাড়াও’। ধরা পড়েছে আবাস দুর্নীতিও। 

ঠিক উলটোদিকে, অপরাধীদের সাজা না দিয়ে দিল্লির বিজেপি সরকার বন্ধ করেছে রেগার বরাদ্দ পাঠানো। নির্মম আচরণের শিকার বাংলার গরিব গ্রামবাসী। 

এই সময়েই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে একশো দিনের কাজে কেন্দ্রের অর্থ বন্ধ করার অভিযোগে ফের ধরনায় বসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

আর সিপিআই(এম)’র দাবি, একশো দিনের কত টাকার কাজ হয়েছে, কত টাকা বকেয়া আছে তা নিয়ে শ্বেতপত্র আগে প্রকাশ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী। চুরির তথ্য দিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রও। বামফ্রন্ট ডাক দিয়েছে মিছিলের। ২৯ মার্চ রেগার বরাদ্দের দাবিতে কেন্দ্রীয় মিছিল কলকাতায়।

সত্যিই কি একশো দিনের কাজের টাকার জন্য ধরনায় মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্নও। ‘গণশক্তি’-র এই ভিডিও উপস্থাপনায় তুলে ধরা হচ্ছে পরিস্থিতি। 

Comments :0

Login to leave a comment