আলিপুর দুয়ারে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম যোশীমঠে ধসের জন্য সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করলেন।
সেলিম বলেন একদিকে 'নমামী গঙ্গে' প্রকল্পের কথা বলছে বিজেপি সরকার, অপরদিকে চারধামের রাস্তা করার নামে যোশীমঠ কেদারনাথের ভয়ঙ্কর ক্ষতি করছে। কোনো পরিবেশবিদ বা কোনো বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা না করেই প্রকৃতিকে ধংস করে চলেছে।
সেলিম বলেন, পশ্চিমবঙ্গেও ডেউচা পাচামিতে প্রকৃতি ধংসের চক্রান্ত চালাচ্ছে তৃণমূল। পাহাড় জঙ্গলের জমি বিক্রি করছে রাজ্য সরকার।
প্রকৃতিকে ধংসের মুখে ঠেলে দিতে শুধু বিজেপি বা তৃণমূল নয় সমস্ত অতি দক্ষিণপন্থী সরকারের চরিত্র এক। তা সে নরেন্দ্র মোদী হোক বা ট্রাম্প বা বলসোনারো। ক্ষমতায় থেকে মুনাফা লুঠতে লাগাতার প্রকৃতি ধ্বংস করেছে।
সংবাদ মাধ্যমেরও সমালোচনা করেন মহম্মদ সেলিম। তিনি বলেন প্রত্যেকটি মিডিয়া বিজেপি তৃণমূল তরজা দেখাতে ব্যস্ত কিন্তু কেউ মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, বেকারত্ব এসব নিয়ে খবর করে না।
Comments :0