ঋণের দায়ে দুই জমজ সন্তান, স্ত্রী রেখে আত্মঘাতী হলেন মধুসূদন বিশ্বাস (২৮) নামের এক যুবক। মুর্শিদাবাদের নবগ্রাম থানার কল্যাণগঞ্জ গ্রামে বাড়ি থেকে রবিবার ভোরে উদ্ধার হয় মধুসূদন বিশ্বাসের ঝুলন্ত দেহ। পেশায় তিনি ছিলেন সেলুন কর্মী। পরিবারের অনুমান, ঋণের দায়েই আত্মঘাতী হয়েছেন মধুসূদন। শনিবারও সন্ধ্যায় সেলুন থেকে বাড়ি ফেরেন তিনি। রাতে খাওয়াদাওয়া শেষে বাকিরে ঘুমোতে গেলে সেই সময় বাড়ির ঠাকুর ঘরে ঢোকেন তিনি। সেখানেই আত্মঘাতী হন। রবিবার ভোর রাতে ঠাকুর ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দেহ উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মরদেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক ঋণ নিয়েছিলেন মধুসূদন। ঋণ ছিল বন্ধনের মতো মাইক্রোফিনান্স কোম্পানিতে। সেই টাকা শোধ করতে না পাড়ায় মানসিক অবসাদে ভুলছিলেন তিনি। তাঁর জেরেই এমন ঘটনা ঘটতে পারে। তবে ঠিক কতো টাকার ঋণ ছিল না নিয়ে ধোঁয়াশায় রয়েছে মধূসুদনের পরিবারও। স্ত্রী ও যমজ দুই সন্তানকে নিয়ে চার জনের সংসার ছিল মধুসূদন বিশ্বাসের। আত্মহত্যার পিছনে আর কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
Comments :0