পরিবর্তন হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে যোগ দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা, বানিজ্য ও আইন বিভাগের ডিন রথীন বন্দোপাধ্যায়। রাজ্যপালের দপ্তর থেকে নির্দেশ পাওয়া মাত্রই সোমবার তড়িঘড়ি তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের গত ২২মে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে নিযুক্ত হয়েছিলেন সঞ্চারি রায় মুখোপাধ্যায়।
যদিও রথীন বন্দোপাধ্যায়ের অস্থায়ী উপাচার্য পদে যোগ দেবার বিষয়ে তার কিছুই জানা ছিলো না বলে তিনি জানিয়েছেন। রাজ্যপালের দপ্তর থেকে নির্দেশ পাবার একঘন্টার মধ্যেই রথীন বন্দোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করেন। স্বচ্ছ্বতার সাথে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম পরিচালনা করাটাই লক্ষ্য থাকবে বলে জানান আইন বিভাগের অধ্যাপক রথীন বন্দোপাধ্যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও গবেষনার কাজের প্রতিও আরো জোর দেবার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
NBU
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ
×
Comments :0