Anubrata Mondol

নিরাপত্তায় মুড়ে অনুব্রতকে নিয়ে রওনা কনভয়

রাজ্য

ফইল ছবি

দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিচ্ছে ইডি। দফায় দফায় টালবাহানার পর দিল্লির আদালতের তলব এড়াতে পারছেন না তৃণমূল নেতা। 

ভোর ছটায় আসানসোল জেল থেকে বেরচ্ছে কনভয়। সঙ্গে পুলিশ, পাইলট কার ছাড়াও থাকবেন চিকিৎসক। ব্যবস্থা থাকবে অক্সিজেনের। 

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ছাড়াও সুরাহা মেলেনি দিল্লি হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে মামলা করও দিল্লি যাত্রা ঠেকাতে মরিয়া ছিল তৃণমূল। তবে যেতে তাঁকে হচ্ছেই। 

গরু পাচার কাণ্ডে অভিযুক্ত কেষ্ট মণ্ডল। প্রধান অভিযুক্ত এনামুল হক এবং কেষ্টর দেহরক্ষী সেহগাল হোসেন এখন তিহাড় জেলে। 

সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ইডি চাইলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগেই নিতে পারত। 

বস্তুত দিল্লির আদানতের তাড়ায় নিতে হচ্ছে তৃণমূল নেতাকে। মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে জোকায় ইএসআই হাসপাতালে হবে স্বাস্থ্য পরীক্ষা। 

Comments :0

Login to leave a comment