Police mob clash

ধানতলায় জনতা-পুলিশ সংঘর্ষ, নিহত কিশোর, আহত পুলিশ

জেলা

জনতা পুলিশ সংঘর্ষে মৃত্যু হল এক কিশোরের। অভিযোগ পুলিশের গাড়ি তলায় পড়েই মৃত্যু হয় ওই কিশোরের। 

ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে ধানতলা থানার  কুলগাছি দরাপপুরে এক ব্যক্তিকে গরু চোর সন্দেহে ধরে গ্রামবাসীরা। এরপর ধানতলা থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের রোষের মুখে পড়ে।

অভিযোগ এরপরই গাড়ির সামনে থাকা তিন গ্রামবাসীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় পুলিশ। এই ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। নিহত কিশোরের নাম আকাশ রায় (১৫) ।  এই ঘটনায় দুজন গ্রামবাসী ও গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। 

রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত জানান গোটা ঘটনার চলছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই ঘটনায় পুলিশের একজন সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বলে তিনি জানিয়েছেন।।

Comments :0

Login to leave a comment