Protest Rally in Siliguri

শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি

জেলা

Protest Rally in Siliguri


স্বচ্ছতার সাথে শূন্যপদ পূরণ, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ সহ তিন দফা দাবিতে বিধানসভা অভিযানে মিথ্যা মামলায় যুক্ত ৪৭ জনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক, কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন কো অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দেবব্রত রায়, দার্জিলিঙ জেলা কো অর্ডিনেশন কমিটির সম্পাদক অরিন্দম মিত্র, পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের পক্ষে রাজু সরকার, এবিটিএ’র প্রনব দাস, এবিপিটিএ’র সংগ্রাম দে দাস প্রমুখ।

 বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন মৃত্যুঞ্জয় সরকার। একই দাবিতে যৌথ মঞ্চের আহ্বানে মঙ্গলবারও দার্জিলিঙ জেলার আটটি জায়গায় পৃথক পৃথকভাবে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। তিনবাত্তি সেক্টরের তিস্তা প্রজেক্টের দপ্তরের সামনে, কাছারি রোড সেক্টরে মহকুমা ভূমি ও ভূমি সংষ্কার দপ্তরের সামনে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মাটিগাড়া ব্লকের কমার্শিয়াল ট্যাক্স দপ্তরে, ফাঁসিদেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ব্লক এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ দপ্তরের সামনে এদিন এই বিক্ষোভ সভাগুলি অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জায়গাতেই অজস্র সরকারী কর্মীরা উপস্থিত ছিলেন।

 শুধু রাজ্য সরকারী কর্মচারীরাই নন, প্রাথমিক, মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষাকর্মী কর্মচারী, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের কর্মী যারা রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন পান তারাও বিক্ষোভ কর্মসূচীগুলিতে যোগদান করেছিলেন।
 

Comments :0

Login to leave a comment