Champions League

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

খেলা

Real Madrid beat Liverpool

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে ৫-২ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বুধবার নিজেদের ঘরের মাঠে, অর্থাৎ বার্নাবিউ স্টেডিয়ামে ১-০ গোলে জিতে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। এদিন জয়সূচক গোলটি করেন করিম বেঞ্জেমা। দুই লেগ মিলিয়ে ৬-২ গোলের ব্যবধানে লিভারপুলকে হারাল রিয়াল। 


কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আত্মবিশ্বাসে ফুটছে গোটা রিয়াল মাদ্রিদ টিম। ম্যাচ শেষে করিম বেঞ্জেমা বলেন, পরবর্তী রাউন্ডে আমাদের প্রতিপক্ষ কে, সেটা নিয়ে আমরা চিন্তিত নই। কারণ সেই ম্যাচ জেতার জন্যই মাঠে নামব আমরা। 
কার্লো আনসেলোত্তির কোচিংয়ে ফের বিধ্বংসী ফর্মে ফিরছে রিয়াল। একাধিক ইউরোপীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনসেলোত্তি বলেছেন, রিয়াল মাদ্রিদ সাজঘরে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি আনার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। গোটা দলের মধ্যেই ম্যানেজারের এই মনোভাব ছড়িয়ে পড়েছে। 

 


চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল নিজের জায়গা পাকা করলেও, তাঁদের চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা গ্রুপ স্তর থেকেই ছিটকে গিয়েছে। রিয়াল ছাড়াও বায়ার্ন মিউনিখ, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, এসি মিলান, ইন্টার মিলান, নাপোলি এবং বেনফিকা শেষ আটের যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার লটারির মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষিত হবে। 
লিভারপুল ম্যাচ জিতেই আরও এক কঠিন ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিয়ালের খেলোয়াড়রা। কারণ ২০ মার্চ স্পেনের ঘরোয়া লিগ বা লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হতে হবে তাঁদের। লা লিগায় যদিও এই মুহূর্তে রিয়ালের থেকে ৯ পয়েন্টে এগিয়ে লিগ শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৫ ম্যাচে তাঁদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। অপরদিকে ২৫ ম্যাচ খেলে রিয়াল সংগ্রহ করেছে ৫৬ পয়েন্ট।

Comments :0

Login to leave a comment