Sakshee, Bajrang resumed work

কাজে যোগ দিলেও লড়াইতে আছি জানালেন সাক্ষী বজরংরা

খেলা

লড়াইতে আছি জানিয়েই কাজে যোগ দিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বীনেশ ফোগতরা। সাক্ষি ও বজরং দুজনেই ভারতীয় রেলের কর্মী। গত ৩১ মে তারা নিজেদের কাজে যোগ দিয়েছেন। লড়াই থেকে সরে এসেছেন এরকম খবর ছড়িয়ে পড়তেই সোমবার দুজনেই সাফ জানিয়ে দেন তারা লড়াইতে আছেন এবং আগামী পদক্ষেপ কী হবে তার রূপরেখা তৈরি করছেন। গত এপ্রিল থেকে লাগাতার জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্ণায় বসেছিলেন বীনেশ, সাক্ষী ও বজরংরা। 

কিন্তু ২৮ মে যে দিন নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন দিল্লির রাস্তায় নিগৃহীত হন দেশের জন্য পদক জয়ী সাক্ষী মালিক, বীনেশ ফোগত ও বজরং পুনিয়া সহ প্রথম সারির কুস্তিগিররা। অপরাধ তাদের একটাই যৌন হেনস্তা মামলায় অভিযুক্ত বিজেপির সাংসদ রেস্টলিং ফেডারেশন অফ ইণ্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে লড়াই করেছেন। 
শনিবার রাতে কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গে সাক্ষী মালিক বলেন, ‘ব্রিজ ভূষণকে গ্রেপ্তার করতে হবে এই দাবি আমরা অমিত শাহর সামনেও রেখেছি। পাল্টা অমিত শাহ বলেছেন যে সকলের জন্য আইন এক।’ 

প্রসঙ্গত অমিত শাহর সঙ্গে আলোচনার পর দুদিন কেটে গেলেও এখনও গ্রেপ্তার হননি ব্রিজ ভূষণ শরণ সিং। তবে ধর্ষক এবং যৌন হেনস্তাকারীদের প্রতি যে বিজেপি যথেষ্টই দুর্বল তার প্রমাণ আগেও মিলেছে। এই অমিত শাহর হস্তাক্ষরেই বিশেষ ক্ষমতায় গুজরাটে বিলকিস বানোর ১১ জন ধর্ষণ কারীকে মুক্তি দেওয়া হয়েছে ২০২২’র ১৫ আগষ্ট।

Comments :0

Login to leave a comment