কালনার সায়নী দাসকে সাঁতারে কৃতিত্ব দেখানোর জন্য মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগামী ২৩ জানুয়ারি কলকাতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এই পুরস্কার পাওয়ার জন্য সয়নী দাস তো বটেই, গোটা কালনাবাসী গর্বিত। গত বছর হাওয়াই দ্বীপপুঞ্জের মোলোকাই চ্যানেল জয় করেন সায়নী দাস।
৫৫.৩ কিলো মিটার দীর্ঘ মোলোকাই চ্যানেল ১৯ ঘন্টা ১০ মিনিটে অতিক্রম করে নজির সৃষ্টি করেন। তিনি প্রথম মহিলা হিসাবে এই চ্যানেল জয় করার কৃতিত্ব অর্জন করার দাবিদার। উল্লেখ্য সায়নী দাস ইতিপূর্বে ২০১৯ সালে আমেরিকার ২০ মাইল দীর্ঘ ক্যাটলিনা চ্যানেলটি পাড়ি জমান ১২ ঘন্টা ৪৬ মিনিটে।
বুলা চৌধুরীর পর দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে ক্যাটালীনা জয় করেন তিনি। শুধু তাই নয় ২০১৭ সালের জুলাই মাসে ইংলিশ চ্যানেল এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেলও জয় করেন। উল্লেখ্য ২১ মাইল দূরত্বের ইংলিশ চ্যানেল সাঁতার কাটতে সায়নী দাসের সময় লেগেছিল ১৪ ঘন্টা ৩ মিনিট।
Comments :0