কোচির বিশ্ববিদ্যালয়ে গানের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন চার ছাত্র। আরও অন্তত ৫৫ ছাত্রছাত্রী আহত। মর্মান্তিক দুর্ঘটনার খবর জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজিতে শনিবার অনুষ্ঠান ছিল শিল্পী নিকিতা গান্ধীর। শিক্ষা প্রতিষ্ঠানে ফেস্ট ঘিরে উদ্দীপনা ছিল ছাত্রছাত্রীদের মধ্যে।
জর্জ জানিয়েছেন ক্যাম্পাসের অডিটোরিয়ামে চলছিল অনুষ্ঠান। প্রবেশপত্র দেখে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল। সমস্যা হয় বৃষ্টি নামতেই। বাইরে অপেক্ষমান অনেকেই তাড়াহুড়ো করে অডিটোরিয়ামে ঢোকার চেষ্টা করেন। তখনই পদপিষ্ট হন একাধিক ছাত্রছাত্রী।
Stampede
কোচির বিশ্ববিদ্যালয়ে পদপিষ্ট হয়ে মৃত ৪ ছাত্র, আহত ৫৫
×
Comments :0