Strike jalpaigur

পাশে অভিভাবকরা, স্কুল বন্ধ সকালে

জেলা

Strike jalpaigur

ন্যায্য অধিকারের দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে সরকারি অফিসে ধর্মঘটের ডাক। সরকারের ধর্মঘট ভাঙার জন্য জারি করা বিজ্ঞপ্তিকে উড়িয়ে এদিন স্কুল খুলল না জলপাইগুড়িতে। শিক্ষক এবং সরকারি কর্মীদের ধর্মঘটে অভিভাবকদের সমর্থন স্পষ্ট। 
শুক্রবার সকালের স্কুল সব বন্ধ ছিল জলপাইগুড়ি শহরে। ধর্মঘটে অনড় কর্মচারীরা। ধর্মঘটে সংহতির এই চিহ্ন দেখা যাচ্ছে রাজ্যের অন্যত্রও।

ডিএ, রাজ্যের সাড়ে ৬ লক্ষ শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবিতে হচ্ছে ধর্মঘট। 
তৃণমূল সরকার লাগাতার উপেক্ষার মনোভাব দেখিয়েছে। এর আগে শিক্ষক, কর্মীরা বিধানসভা অভিযান করলে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। হাজতে রাখা হয়।

Comments :0

Login to leave a comment