জেলে বসেই প্রভাব খাটানোর অভিযোগ উঠল ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে। আর্থিক প্রতারণা ও ধর্ষণ কান্ডে অভিযুক্ত তৃণমূল নেতার অনুগামীদের প্রাণঘাতী আক্রমণের মুখে পড়তে হলো অভিযোগকারিনী ও তাঁর মাকে। এই ঘটনাকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়লো, গোটা দিনহাটা জুড়ে।
দিনহাটা বড় আটিয়াবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নের বিরুদ্ধে অভিযোগ আনা এই যুবতী ও তাঁর মাকে বেধরক মারধর করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বর্তমানে মা ও মেয়ে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিন দুপুরে দিনহাটা থানার পুলিশ এই নির্যাতিতার বাড়িতে তদন্তে যায়। অভিযোগ দিনহাটা মহিলা থানার ওসির সম্মুখেই অভিযুক্ত প্রাক্তন এই তৃণমূল নেতার অনুগামীরা এই মা ও মেয়ের ওপর আক্রমণ চালায়। রীতিমতো মাটিতে ফেলে বেধড়ক ভাবে পেটানো হয় তাদের বলে অভিযোগ। এরপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণ ও ৫লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ ওঠে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ঘনিষ্ঠ কোচবিহার জেলার দিনহাটা বড় আটিয়াবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা আব্দুল মান্নান মিঞা ওরফে মান্নের বিরুদ্ধে। এই তৃণমূল নেতার বিরুদ্ধে দিনহাটা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা প্রতারিত যুবতী। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তৃণমূলের এই কীর্তিমান।
জানা যায়, প্রাথমিকে শিক্ষিকা পদে চাকরির টোপ দিয়ে দু'বছর আগে এই যুবতীর বাবার কাছ থেকে ৫লক্ষ টাকা হাতিয়ে নেন এই তৃণমূল নেতা। চাকরি না হওয়ায় এই টাকা ফেরত চান এই যুবতী ও তাঁর পরিবার।
এই পরিস্থিতির মধ্যেই মার্চ মাসের ১৪তারিখ চাকরির ইন্টারভিউ এর নাম করে এই তৃণমূল নেতা চারচাকা গাড়ি নিয়ে এসে যুবতীকে বাবার বাড়ি থেকে তুলে নিয়ে যান এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বাড়িতে। এখানেই ঘরের দরজা বন্ধ করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন তিনি। এরপর নিজের মোবাইল ক্যামেরায় এই যুবতীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন এই তৃণমূল নেতা। যুবতীকে উদ্দেশ্য করে তিনি হুঁশিয়ারি দেন, তাকে ধর্ষণ করার বিষয় প্রকাশ করলে এবং চাকরির জন্য তাকে দেওয়া ৫লক্ষ টাকা ফেরত চাইলে সামাজিক মাধ্যমে তার এই নগ্ন ছবি ও ভিডিও ভাইরাল করে দেবেন তিনি। পরবর্তীতে মার্চ মাসের ১৭ তারিখ দিনহাটা মহিলা থানায় এই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরই এক প্রকার চাপে পড়েই এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। কিন্তু এই যুবতী ও তাঁর পরিবারের ওপর লাগাতার চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন অভিযুক্ত এই তৃণমূল নেতার অনুগামীরা বলে অভিযোগ।
আক্রান্ত যুবতীর অভিযোগ তাঁকে প্রাণে মারার জন্যই এই আক্রমণ। একই প্রতারিত ও ধর্ষিতা হয়েও এখনও পর্যন্ত ন্যায়বিচার পাচ্ছেন না তিনি এর পাশাপাশি প্রতিনিয়ত তাঁর ওপর এভাবে আক্রমণ করা হলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলে এদিন হুঁশিয়ারি দেন এই নির্যাতিতা হাসপাতালের বিছানায় শুয়ে। নির্যাতিতার বাবা এদিন জানান, গোটা ঘটনা জানিয়ে লিখিত ভাবে তিনি অভিযোগ দায়ের করবেন দিনহাটা থানায়।
TMC Attack
ধর্ষিতা, মা’র ওপরও প্রাণঘাতী হামলা তৃণমূলের

×
Comments :0