সিলিকোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও এক শ্রমিকের। মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ গ্রামের বাসিন্দা সফিক মোল্লা। বয়স আনুমানিক ৪৮ বছর। শুক্রবার মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যু মিছিল অব্যাহত মিনাখাঁর দেবীতলা, গোয়ালদহ গ্রামগুলিতে। এই নিয়ে প্রায় ২৯ জন তরতাজা যুবকের মৃত্যু হলো গ্রামে কাজ না পেয়ে ভিন রাজ্যে ও আমাদের রাজ্যের পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্তে কাজ করতে গিয়েছিল দেবীতলা গোয়ালদহ সহ হাড়োয়া, দেগঙ্গা, সন্দেশ খালি, বসিরহাট -১নঁ ব্লক সহ দক্ষিণ ২৪পরগনার বিভিন্ন গ্রামের তরতাজা যুবকরা। দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের আশায় কোনরকম সুরক্ষা ছাড়াই পাথর ভাঙার ক্রাশারে সামনে দাঁড়িয়ে কাজ করতে হতো। কদিন পর অসুস্থ হয়ে পড়লে ক্রাশারের মালিকরা পত্রপাঠ বিদায় ঘন্টা বাজিয়ে দিত। ফুসফুসে জমা পাথর ফিরে আসে গ্রামে। শুরু হয় মৃত্যু মিছিল। সম্প্রতি বসিরহাট -১ ব্লকের আখারপুর গ্রামের মোজাফফর শেখের মৃত্যু হয়। সরকার উদাসীন।
Minakhan
সিলিকোসিসে আক্রান্ত হয়ে ফের মৃত্যু

×
Comments :0