রঞ্জি ট্রফির পঞ্চম ম্যাচে বিপাকে বাংলা। বরোদার বিরুদ্ধে দ্বিতীয় দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ১৮৯ রান। বাংলা পিছিয়ে রয়েছে ৮০ রানে।
প্রথমে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় বরোদা। ওপেনার জ্যোতসনীল সিং করেন ৮৫ রান। এছাড়াও অর্ধশতরান করেন প্রিয়াংশু মোলিয়া। টেলএণ্ডার মহেশ পিথিয়ার ৫২ রানও ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বরোদার জন্য। প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে বরোদা। বাংলার হয়ে চার উইকেট নেন আকাশদীপ এবং তিনটি উইকেট পান মুকেশ কুমার।
{AD}
জবাবে ব্যাট করতে নেমে বরোদার বোলিং-এর সামনে বেশ চাপে পড়ে বাংলা। কিন্তু হাল ধরেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার। একার হাতে অনেকটাই দলকে টেনে নিয়ে যান তিনি। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ৯০ রানের ইনিংস উপহার দেন অনুষ্টুপ। দ্বিতীয় দিনের শেষে বাংলার হয়ে ক্রীজে রয়েছেন মুকেশ কুমার এবং ঈশান পোড়েল।
{AD}
Comments :0