Rahul Gandhi

জাত ভিত্তিক জনগণনার মাধ্যমে স্পষ্ট হবে দেশে শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের চিত্র : রাহুল

জাতীয়

দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বৈষম্য স্পষ্ট। প্রাক্তন ইউজিসি চেয়াম্যান, শিক্ষাবিদ সুখদেও থোরাটের সাথে একটি পডকাস্টে এই কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘কোন ব্যাক্তির সামাজিক অবস্থান থেকে ঠিক হয়ে যায় না যে তিনি কতটা যোগ্য বা দক্ষ। কেউ যদি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা দলিত, পিছিয়ে পড়া অংশের জন্য সুযোগ বাড়িয়েছে তাহলে তা ভুল ধারণা।’’
রাহুল বলেন, ‘‘দেশের পিছিয়ে পড়া অংশের মানুষের বর্তমান পরিস্থিতি জানার জন্য জাত ভিত্তিক জনগণনা অত্যন্ত প্রয়োজন। এই জনগণনার মাধ্যমেই সঠিক তথ্য সামনে উঠে আসবে। বৈষম্যের চিত্র স্পষ্ট হবে। কিন্তু যারা এর বিরোধী তারা চায় না সঠিক তথ্য সামনে আসুক।’’
পডকাস্টে রাহুল আরও বলেন, ‘‘যে নীতি আর্দশের জন্য বাবা সাহেব আম্বেদকর লড়াই করেছিলেন তা আজও অধরা। আমরা সেই লড়াই সম্পূর্ণ করবো।’’
তবে রাহুল এই কথার পাল্টা মন্তব্য করেছে বিজেপি। বিজেপি মুখপাত্র সিআর কেশবন বলেছেন, ‘‘কংগ্রেস নেতার মন্তব্যের মধ্যে তাদের পরিবারকেন্দ্রিক এবং সামন্ততান্ত্রিক মানসিকতা স্পষ্ট হচ্ছে।’’ বিজেপি নেতার কথায়, অতীতে সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে উঠে আসা নেতা বা আমলাকে অপমান করেছে কংগ্রেস। বাস্তবে বিজেপি জাতভিত্তিক জনগণনার দাবিতে উলটো অবস্থান নিচ্ছে। আরএসএস এবং বিজেপি নানা কৌশলে এই অংশের পরিস্থিতি বিশদে জানার মতো সমীক্ষা বাতিল করতে তৎপর। 

Comments :0

Login to leave a comment