CPI(M) COMMUNAL HARMONY

‘জনতাকে একজোট করে রুখব দাঙ্গাবাজদের’, শান্তি মিছিলের আহ্বানে সিপিআই(এম)

রাজ্য জেলা

CPIM TMC BJP communal harmony bengali news হাওড়ায় শান্তি মিছিলের ডাক বামপন্থীদের

শান্তি ফেরাতেই হবে। রুটি রুজির লড়াইকে জোরালো করতেই ফিরিয়ে আনতে হবে শান্তি। রবিবার শান্তি মিছিলে সব অংশকে যোগ দেওয়ার আবেদন জানিয়ে এই লক্ষ্য জানিয়েছে সিপিআই(এম)। 

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা হয়েছে হাওড়ার শিবপুরে। থানার সামনেই মিছিল থেকে চলেছে প্ররোচনা, হিংসা। ঘর ভেঙেছে, জনতার সম্পত্তি ভাঙচুর হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ধর্ণায়। বিভাজনের রাজনীতিকে রুখতে শান্তি মিছিলের ডাক দিয়েছে সিপিআই(এম), বামপন্থীরা। 

এদিন সিপিআই(এম) হাওড়া জেলা কমিটি বলেছে, ‘‘তৃণমূল সরকারের মদত না থাকলে পরপর তিন বছর একই জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ হয় না। বামফ্রন্ট সরকারের সময় এমন দাঙ্গা হত না।’’ 

পার্টি বলেছে, ‘‘আমরা রাস্তায় আছি। সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমিত করে শান্তি ফেরানোই লক্ষ্য। জনতাকে ঐক্যবদ্ধ করেই দাঙ্গাবাজদের রুখব।’’ সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেছেন, ‘‘পুলিশ অস্ত্র হাতে মিছিল করার অনুমতি দেয়। অথচ বামপন্থীরা, সহযোগী দলগুলি এবং কংগ্রেস একযোগে শান্তি মিছিল করতে চাইলে অনুমতি দেয় না।’’ 

সিপিআই(এম) বলেছে যে অস্ত্র হাতে মিছিল থেকে প্ররোচনা এবং তার জেরে সাম্প্রদায়িক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন গরিব মানুষ। তাঁদের ধর্ম যাই হোক, বিপন্ন হয়ে রয়েছেন শ্রমজীবী। এই এলাকায় অস্ত্র মিছিলের অনুমতি দেওয়া হলো কিভাবে সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ। রাজ্যের তৃণমূল সরকারের চরম গাফিলতিতে তীব্র ধিক্কার জানিয়েছে পার্টি। 

সিপিআই(এম) বলেছে, ‘‘১৪৪ ধারা জারি থাকার অজুহাতে আমাদের মিছিল আটকাচ্ছে পুলিশ। অথচ এখনও লাল ঝাণ্ডার মিছিল দেখলে সাম্প্রদায়িক শক্তি ভয় পায়, সাধারণ মানুষ ভরসা পান।’’ 

Comments :0

Login to leave a comment