Poet Helal Hafiz passes away

প্রয়াত কবি হেলাল হাফিজ

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রখ্যাত কবি হেলাল হাফিজ প্রয়াত। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয় এবং সেখানেই তিনি প্রয়াত হন বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ রেজাউর রহমান জানিয়েছেন। 
১৯৮৬ সালে প্রকাশিত তার প্রথম কবিতা সংকলন ‘যে জলে আগুন জ্বলে’ দিয়ে পাঠকদের মন জয় করে নেন তিনি হেলাল হাফিজ। তাঁর কবিতাগুলি কেবল আগ্রহী কবিতা অনুরাগীদের কাছেই সমাদৃত হয়নি, যারা সাহিত্যের নিয়মিত অনুসারী নন তাদের হৃদয়ও স্পর্শ করেছিল। ‘যে জলে আগুন জ্বলে’’ কবিতাগুলি ১৯৬৯ এবং ১৯৮৫ এর মধ্যে লেখা হয়েছিল। 
সংগ্রাম, আন্দোলন, প্রেম, হৃদয় ভাঙা ও বিদ্রোহের মধ্য দিয়ে হেলাল হাফিজ জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ছাপ রেখে গেছেন। তাঁর ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা এবং ‘অগ্নি উৎসব’ হৃদয়কে নাড়া দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় তার লেখা ওই কবিতার প্রথম দুইটি লাইন ‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়; এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়,’ রাজনৈতিক স্লোগানে পরিণত হয় এবং এখনো পর্যন্ত এটি নিঃসন্দেহে বাংলাদেশে সবচেয়ে বেশিবার ব্যবহৃত রাজনৈতিক স্লোগান।
তাঁর ভাষা প্রসঙ্গান্তরে চলে যায় ঘটনার গন্ডি চাড়িয়ে। তারা অন্যায়, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সর্বজনীনভাবে অনুরণিত হয়। কাব্যসংকলন ‘যে জলে আগুন জ্বলে’ হেলাল হাফিজকে এনে দেয় অপরিসীম খ্যাতি। এরপর বহু বছর তিনি নতুন কোনো বই প্রকাশ থেকে বিরত ছিলেন।
২০১২ সালে, তাঁর দ্বিতীয় সংকলন, ‘‘কবিতা একাত্তর’’ প্রকাশিত হয়েছিল, তাঁর প্রথম বইয়ের সাথে কিছু অতিরিক্ত কবিতা সহ। তাঁর শেষ কাজ, ‘‘বেদনাকে বলেছি কেঁদো না’’ ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল।

Comments :0

Login to leave a comment