সদ্য প্রকাশিত ভারতীয় ফুটবলের ক্যালেন্ডারে নাম নেই আইএসএলের । বেশ কিছুদিন ধরেই আইএসএল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে ভারতীয় ফুটবলে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফের ( AIFF ) প্রকাশিত ক্যালেন্ডারে নাম উধাও ভারতের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার। বেশ কিছুদিন আগেইফেডারেশনের সঙ্গে আইএসএল কতৃপক্ষ একটি বৈঠক করেছিল। সেখানে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে , এফএসডিএলের পক্ষ থেকে বেশি অর্থ দেওয়া তাদের পক্ষ থেকে আর সম্ভব নয়। ২০১০ সালে এফএসডিএলের সঙ্গে এআইএফএফের যে ১৫বছরের চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। তাই আগে থেকেই বৈঠক করে এফএসডিএল সমস্ত দলকে জানিয়ে দিয়েছে যে চুক্তি দীর্ঘায়িত হলে বেশি অর্থ তারা আর দিতে পারবেনা । কারণ এই ১৫বছরে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে এফএসডিএল। তারা পরিবর্তিতেও থাকতে চাইলেও স্বাভাবিকভাবেই ফেডারেশন এই কম অর্থের প্রস্তাব কোনোমতেই মেনে নিচ্ছে না। সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে যে ফেডারেশনের সংবিধান নিয়ে কোনো নির্দেশ না আসা পর্যন্ত চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে পারবেনা দুই পক্ষই। ফলে ব্যাপারটি এখন কার্যত ঝুলেই রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী আগামী মাসের ১০তারিখ থেকে জুনিয়র বয়েস টায়ার ওয়ান প্রতিযোগিতা শুরু হবে। ডুরান্ড কাপ শুরু হবে ১৫জুলাই থেকে। ফেডারেশন কাপের সূচি রয়েছে আগামী সেপ্টেমবরের ১তারিখ থেকে। এলিট ইয়ুথ লিগও শুরু হবে ওই একইদিনে। ১অক্টোবরে শুরু হবে আই লিগ ৩। ১৯অক্টোবর থেকে শুরু হবে আইলিগ । ২৫অক্টোবর থেকে ইন্ডিয়ান উইমেন্স লিগ এবং ৫ডিসেম্বর থেকে সন্তোষ ট্রফির গ্ৰুপ পর্ব।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0