২৩ মার্চ গুজরাটের সুরাটের একটি আদালত রাহুল গান্ধীকে মানহানীর মামলায় দোষী সাব্যস্ত করে। এর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই, সেই রায়ের ভিত্তিতে রাহুলের সাংসদ পদ খারিজ করে বিজেপি। প্রশ্ন উঠছে, রাহুলের সদস্যপদ বাতিলে এইরকম যুদ্ধকালীন তৎপরতা কেন?
বিরোধীদের অভিযোগ, রাহুলের বিরুদ্ধে আক্রমণ কেবল প্রতিকী মাত্র। আসলে দেশের গণতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র এবং বিজেপি। রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে বারবার আদানি প্রশ্নে সরব হচ্ছিলেন, আদানি গোষ্ঠী কিসের ভিত্তিতে ২০১৪ সালের পর থেকে সুবিধা পেয়েছে, সেই প্রশ্ন তুলছিলেন। তিনি সরকারের মাথাব্যাথার কারণ হয়ে উঠছিলেন। তাই তাঁকে একপ্রকার গায়ের জোরে তাঁর সংসদে প্রবেশ করা বন্ধ করাল।
এই সমস্ত প্রশ্ন তুলে ধরতেই গণশক্তির এই সাপ্তাহিক প্রতিবেদন।
Comments :0