INDIA VS KYRGYZSTAN

২-০ গোলে কিরঘিস্তানকে হারাল ভারত

খেলা

INDIA FOOTBALL KYRGYZSTAN MAYANMAR BENGALI NEWS

ফিফা তালিকায় এগিয়ে থাকা কিরঘিস্তানের বিরুদ্ধে ২-০ গোলে হারাল ভারত। মঙ্গলবার ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে মণিপুরের খুমান লাম্পাক মেইন স্টেডিয়ামে মুখোমুখি হয় দুইদল। 

ম্যাচের ৩৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন সন্দেশ ঝিঙ্ঘান। ৩৩ মিনিটে ভারত ফ্রিকিক পায়। ব্র্যান্ডন ফ্রিকিক নেন। কিরঘিস্তানের পেনাল্টি বক্সে তিনি বল ভাসান। বাঁ প্রান্ত থেকে কাট করে ঢুকে সেই বলে পা ছোঁয়ান সন্দেশ। ভারত এগিয়ে যায় ১-০ গোলে। ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী। 

এর আগের ম্যাচে মায়ানমারের মুখোমুখি হয় ভারত। অনিরুদ্ধ থাপার গোলে সেই ম্যাচ ১-০ ব্যবধানে জেতে ভারত। অপরদিকে মায়ানমার-কিরঘিস্তান ম্যাচ ১-১ গোলে অমীমাংশিত ভাবে শেষ হয়। 

ফিফা ক্রমতালিকায় বর্তমানে ভারত রয়েছে ১০৬ তম স্থানে। অপরদিকে কিরঘিস্তান রয়েছে ৯৪ তম স্থানে। এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হন ভারতের আকাশ মিশ্র। 

Comments :0

Login to leave a comment