শহীদ বিদ্যুৎ মণ্ডলের গ্রামের তার স্মরণে শহীদ বেদী স্থাপন করলেন ইনসাফ যাত্রীর পদযাত্রীরা। তার আগে আমতলার সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন শহীদ বিদ্যুৎ মণ্ডলের মা অমলা মণ্ডল শুরু থেকেই মিছিলে ছিলেন। বিদ্যুৎ যেখানে খুন হন, সেখানেই এদিন একটি স্থায়ী শহীদ বেদীর উদ্বোধন হয় এদিন। ২০২২ সালের ২৯ মার্চ আমতলা-বারুইপুর রোডের কম্পানি পুকুরের কাছে খুন হন সিপিআই(এম) কর্মী বিদ্যুৎ মণ্ডল।
৪৯তম দিনে আমতলা থেকে বারুইপুর অবধি যায় রাজ্যের যুবদের ডাকে ইনসাফ যাত্রা। বৃহস্পতিবার বিবিরহাট - আমতলা রোডে এক জনসভার মধ্য দিয়ে এদিনের পথচলা শুরু হয়। তারপর আমতলা মোড়, জুলপিয়া হয়ে কয়েক হাজার মানুষের মিছিল এগিয়ে চলে বারুইপুরের দিকে। পথে টংতলা উচ্চ-প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে পদযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়।
গোটা যাত্রাপথ জুড়ে গ্রামগুলিতে ইনসাফ যাত্রাকে এক ঝলক দেখার জন্য স্থানীয়দের উন্মাদনা চোখে পড়েছে। ইনসাফ যাত্রা পৌঁছনোর কিছু আগে আমতলা মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মিছিলের আগে রণপা, লোকনৃত্যের শিল্পীরা বিকল্প সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
সন্ত্রাসদীর্ণ জুলপিয়া মোড়েও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যা ৬টা নাগাদ বারুইপুরে সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগণা জেলা অফিসের সামনে এদিনের মত ইনসাফ যাত্রা শেষ হয়। একাধিক গণসংগঠনের তরফে ইনসাফ যাত্রীদের সম্মান জানানো হয়।
Comments :0