Islampur

ইসলামপুরে ধর্মঘটে শামিল খোদ তৃণমূলীরাই

জেলা

রাজ্য সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত শিক্ষক, কর্মচারী, শ্রমিক ধর্মঘটে নতুন দিগন্ত খুলে দিলো। ইসলামপুর চোপড়া ব্লকে তৃণমূলের নেতারা নিজেরাই পঞ্চায়েত দপ্তর বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েত কর্মচারীরা দায়িত্ব নিয়েই ধর্মঘটে সামিল। প্রশাসনের এক পদস্ত আধিকারিকের বক্তব্য উত্তর দিনাজপুর জেলার ৯৮ টা গ্রাম পঞ্চায়েতের ৭৩৫ জন সরকারি কর্মী, এদের মধ্যে ৫০ থেকে ৬০ জন কর্মী পঞ্চায়েতের তালা খুলেছে। জেলার সমস্ত স্কুল কলেজ প্রায় বন্ধ, জেলা প্রশাসনের অভ্যন্তরে অফিস খোলা থাকলেও কর্মচারীদের সংখ্যা হাতে গোনা। ধর্মঘট ভাঙ্গতে সব চেষ্টা উড়িয়ে দিয়ে রাজ্য সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত শিক্ষক, কর্মচারী, শ্রমিক নতুন সন্ধিক্ষণের সৃষ্টি করলেন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে সবাই এককাট্টা। বিপুল পরিমাণ সমর্থনে ১০ মার্চ সর্বাত্মক ধর্মঘট।

Comments :0

Login to leave a comment