Jadavpur University

জাতীয় র‌্যাংকিংয়ে চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল যাদবপুর

জাতীয় কলকাতা

একাডেমিক ক্ষেত্রে ফের বাজিমাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। জেনারেল স্ট্রিমে দেশে চতুর্থ স্থানের পরে এবার ইঞ্জিনিয়ারিংয়েও দেশের মধ্যে প্রথম দশে স্থান করে নিল যাদবপুর। প্রতিবছরই দেশের বিভিন্ন বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে র‍্যাঙ্কিং প্রকাশ করে National Institutional Ranking Framework  বা NIRF. এই এবছর মোট ১২টি বিভাগের তালিকা প্রকাশ করেছে এনআইআরএফ। যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জনিয়ারিং, মেডিক্যাল, ডেন্টাল, ফার্মাসি, ল, ম্যানেজমেন্ট বিভাগ। যদিও এনআইআরএফের প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে প্রথম আইআইটি মাদ্রাজ, দ্বিতীয় আইআইটি দিল্লি ও তৃতীয় আইআইটি (IIT) বোম্বে। দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, দ্বিতীয় জিএনইউ (JNU) ও তৃতীয় জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Milia) নয়া দিল্লি। এদিকে, কলেজস্তরের র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স (St Xaviers University), অষ্টমে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ।

Comments :0

Login to leave a comment