রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আচরণের কারণেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ইন্ডিয়ার সাংসদরা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘‘রাজ্যসভার চেয়ারম্যানের আচরণ সংসদের গড়িমা নষ্ট করেছে। সরকারের মুখোপাত্র হিসাবে কাজ করছেন তিনি।’’ তিনি আরও বলেন, ‘‘ইতিমধ্যে অনাস্থা প্রস্তাব জমা করা হয়েছে। গত তিন বছরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদের উচ্চকক্ষে কোন আলোচনা করার সুযোগ দেননি তিনি বিরোধীদের।’’
খাড়গের কথায় সংসদের অভ্যন্তরে বিরোধীদের সুযোগ না দিয়ে শাসক শিবিরের সাংসদের সুযোগ দিয়েছেন বেশি।
মঙ্গলবার ৫০ জনের বেশি বিরোধী সাংসদের সই করা ওই অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয় জমা করা হয়েছে। ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচোড়ন নিয়ে বার বার সরব হয়েছেন বিরোধীরা। একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ডও করেছেন তিনি অতীতে। তার ওই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। উল্লেখ্য রাজ্যসভায় ধনখড়ের অনাস্থা প্রস্তাব পাশ করানোর পাশাপাশি লোকসভাতেও তা পাশ করাতে হবে।
Comments :0