লালনের রহস্য মৃত্যুর তদন্তে শনিবার লালন শেখের শ্বশুর বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি আধিকারিকরা। শনিবার সকালে বগটুই গ্রামে যান সিআইডি’র তদন্তকারি আধিকারিকরা। তারপরেই তারা যান লালনের শ্বশুর বাড়িতে।
শুক্রবার লালন শেখের স্ত্রী রেশমা বিবিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারি আধিকারিকরা। রেশমা বিবি’র বয়ানও রেকর্ড করা হয়।
সিবিআই হেফাজতে থাকার সময় বাথরুম থেকে বগটুই গনহত্যা এবং ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লালনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সিবিআই’র ভূমিকাও প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে লালন শেখের পরিবারের পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়েছে যে সিবিআই এর আধিকারিকরা লালনকে খুন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগও দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে। তারপর পরই লালনের রহস্য মৃত্যুর তদন্তে নেমেছে সিআইডি।
Comments :0