নদীয়ার পলাশী পাড়া বিধানসভা কেন্দ্রের নাকাশীপাড়া ব্লকের ধুবী নাগাদি সমবায় নির্বাচনে বাম গণতান্ত্রিক জোট জয়ী। এই নির্বাচনে মোট ৫৮টি আসনে লড়াই হয় বাম গণতান্ত্রিক জোট, শাসকদল তৃণমূল এবং বিজেপির মধ্যে। ৫৮টি আসনের একটিতেও কোনো খাতা খুলতে পারেনি গেরুয়া শিবির। ৫৮টির মধ্যে ২৭টি তে জয়ী হয়েছে তৃণমূল। বাম গণতান্ত্রিক প্রার্থীরা ৩১টি আসনে জয়ী হন।
CPIM
নদীয়ায় সমবায় নির্বাচনে জয়ী বামপন্থীরা
×
Comments :0