ED raid Amazon-Flipkart

‘ফেমা’ লঙ্ঘনের অভিযোগে অ্যামাজন, ফ্লিপকার্টে হানা ইডি-র

জাতীয়

বিদেশী বিনিয়োগ নীতি লঙ্ঘনের অভিযোগে অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-বাণিজ্য সংস্থার একাধিক সহযোগীর বিরুদ্ধে তল্লাশি চালালো ইডি।

দেশের প্রায় ১৯ জায়গায় তল্লাশি চালায় ইডি। দিল্লি, গুরগাঁও, হরিয়ানা, হায়দরাবাদ বেঙ্গালুরু সহ বিভিন্ন জায়গায় এই অভিযান চলে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা)’র ধারাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই অভিযান চালায়। অনেক দিন ধরেই একাধিক অভিযোগ অ্যামাজন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে জমা হয়ে চলেছে বলে ইডি সূত্রে খবর। 

অভিযোগ, এই দুই ই-কমার্স প্ল্যাটফর্মে সরবরাহকারী সব সংস্থাকে সমান সুযোগ দেওয়া হচ্ছে না। বিক্রয় মূল্য হেরফের করা হচ্ছে। প্রতিযোগিতা বিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে এই দুই সংস্থার ওপর। প্রতিযোগিতা কমিশন এই দুই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। 

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এবং মোবাইল বিক্রেতাদের সংগঠনের তরফে ভারতের প্রতিযোগিতা কমিশন কাছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। দেশের খুচরো ব্যবসায়ীদের একাংশের অভিযোগ এই দুই সংস্থা অতিরিক্ত ছাড় দিচ্ছে বিশেষ কিছু পণ্যে। ফলে প্রতিযোগিতার পরিসর কমে যাচ্ছে। ই-বাণিজ্য ক্ষেত্রে একচেটিয়া দাপট বাড়ছে। 

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলকে বিভিন্ন সময়ে দেশের বিক্রেতাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ভারতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে অ্যামাজন। কিন্তু এতে ভারতীয় সংস্থা কতটা লাভবান হবে তা নিয়ে গভীর প্রশ্ন রয়েছে। বিভিন্ন অংশেরই বক্তব্য, আমেরিকায় নিজেদের লোকসান পূরণ করতে এরা ভারতের মতো দেশকে বেছে নিচ্ছে। ভারতীয় অর্থনীতিতে মার্কিন খুচরো বিক্রেতা সংস্থাগুলির কোনও অবদানই নেই। 

গোয়েল নিজেও স্বীকার করেছিলেন যে ভারতে মার্কিন খুচরো বিক্রেতা সংস্থাদের এই ভূমিকা দেশের ছোট বিক্রেতাদের বিপাকে ফেলছে। 

Comments :0

Login to leave a comment