শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন ও কংগ্রেস ল’ইয়ার্স সেলের নির্বাচনে ধরাশায়ী তৃণমূল ও বিজেপি। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলো বাম-কংগ্রেস জোট। পরাজিত হলো বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন ও কংগ্রেস ল’ইয়ার্স সেল যৌথভাবে প্রার্থী তালিকা দিয়েছিলো।
প্রসঙ্গত শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের মোট সদস্য সংখ্যা ২৩৭২জন। এদের মধ্যে বার্ষিক চাঁদা পরিশোধ করে ১৫০১ জন ভোটাধিকার অর্জন করেছেন। মোট ১৫০১ জন ভোটদাতাদের মধ্যে বুধবারের নির্বাচনে ভোটদান করেছেন মোট ১৩১৭জন। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট-কংগ্রেসের মনোভাবাপন্ন আইনজীবিদের তিনটি প্যানেলের মধ্যে ত্রিমুখী লড়াই হয়। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ১৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্য নির্বাহি কমিটির ১৬টি আসনেই জয়ী হয়েছেন বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা। জয়ী প্রার্থীদের মধ্যে কংগ্রেসের ১০ জন ও সিপিআই(এম)’র ৬ জন প্রার্থী রয়েছেন।
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের ১৬ জনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে কংগ্রেস ল’ইয়ার্স সেলের উদয় শঙ্কর মালাকার ও সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন সম্পৃতা সান্যাল। সম্পাদক পদে সন্দীপ দাস ও কোষাধ্যক্ষ পদে অমিতাভ ভট্টাচার্য জয়ী হয়েছেন। এছাড়াও সহ সম্পাদক পদে যথাক্রমে অনির্বান ভট্টাচার্য ও মহম্মদ ইজাহার আলম এবং লাইব্রেরিয়ান পদে দিশা রুদ্রকে নির্বাচিত করে ৭ জনের অফিস কমিটি গঠন করা হয়। এছাড়াও এক্সিকিউটিভ কমিটির নবনির্বাচিত ৯জন সদস্যের মধ্যে রয়েছেন ৬ জন কংগ্রেস ল’ইয়ার্স সেলের ও ৩ জন অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের।
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিপুল জয়ে অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিঙ জেলার সম্পাদক দিবাকর রায় সমস্ত বিজয়ী সদস্য ও ভোটদাতাদের অভিনন্দন জানিয়েছেন।
Siliguri Bar Association Election
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ধরাশায়ী তৃণমূল-বিজেপি

×
Comments :0