শিবপুর পিএম বস্তি অঞ্চলে জারি রয়েছে ১৪৪ ধারা। এই অজুহাতে রবিবার হাওড়া জেলা বামফ্রন্টকে শান্তি মিছিল করার অনুমতি দিল না পুলিশ প্রশাসন। এর পালটা হাওড়ায় সিপিআই(এম)'র জেলা কমিটির অফিসের সামনে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। প্রতিবাদ সভায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্য মিশ্র, নরেন চ্যাটার্জি সহ শীর্ষ বাম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ইতিমধ্যেই হাওড়া শহর অঞ্চলের অন্তর্গত সমস্ত এরিয়া কমিটির কর্মীরা জেলা অফিসের সামনে জমায়েত করতে শুরু করেছেন। অফিসের সামনের রাস্তা ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, রাম নবমীর মিছিলের নামে হাওড়ার শিবপুর অঞ্চলের পিএম বস্তি এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে বজরঙ দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকলেও পুলিশের তরফে আগাম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূলের তরফেও অশান্তিতে উষ্কানি দেওয়া হয়।
এর প্রতিবাদে রবিবার দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতে মিছিলের ডাক দেয় হাওড়া জেলা বামফ্রন্ট। শেষ মুহূর্তে সেই মিছিলের অনুমতি দিতে অস্বীকার করে হাওড়া কমিশনারেটের পুলিশ।
Comments :0