Migrant Worker Dies

ফের ভিন রাজ্যে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

রাজ্য জেলা

ভিনরাজ্যে কর্মরত অবস্থায় ফের মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার তামিলনাড়ুতে কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হরিহরপাড়ার এক পরিযায়ী শ্রমিকের। ওই শ্রমিকের নাম রাজেশ মণ্ডল (৩০)। গ্রামে কাজের অভাব। হরিহরপাড়া চোঁয়া এলাকার বাসিন্দা প্রায় দু’মাস আগে কাজের খোঁজে তামিলনাড়ুতে গিয়েছিলেন। সেখানে  রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের। সহকর্মীরাই ফোনে এই দুঃসংবাদ জানান তাঁর পরিবারকে। মৃত রাজেশ মন্ডলের বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, ঈদে বাড়ি ফেরার কথা ছিল ওই শ্রমিকের। মৃতের মা জাহান্নারা বিবি জানান, রাজ্যে কাজ নেই। ঘর সংসার আছে। বাড়ি ঘর করতে হবে। ছেলে তাই কাজে গিয়েছিল। কালই ফোনে কথা হয়েছে। ঈদে ফেরার জন্য টিকিটও কাটা হয়েছিল। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মরদেহ ফেরানো নিয়ে চিন্তায় পরিবার।

Comments :0

Login to leave a comment