INSAF JATRA SIMA

‘ছেলের জন্মদিনে থাকতে পারিনি, এই লড়াই তো ওদেরই জন্য’

রাজ্য

ডিওয়াইএফআই কর্মী সীমা রায় কর।

প্রতীম দে

সীমা রায় কর। বালুরঘাটের যুব আন্দোলনের কর্মী। ২ নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছেন। টানা ৫০ দিন হাঁটলেন ইনসাফ যাত্রায়। 

বাড়িতে স্বামী এবং ছেলে আছেন। দুপুরের বিশ্রামের সময় পিঠে ভারী একটা ব্যাগ নিয়ে খাবারের লাইনে দাঁড়িয়ে। ছেলের সাথে ফোনে কথা বলছিলেন। "আর কয়েকটা দিন বাবা। তারপর বাড়ি ফিরবো। অনেক গল্প বলবো।"

ফোন রেখে দিয়ে হাসতে হাসতে বললো, "ছেলে সেভেনে পরে। পরীক্ষার সময় থাকতে পারিনি। রাগ করেছে। আরও বেশি রাগ করেছে জন্মদিন থাকতে পারিনি বলে।"

ছেলের জন্মদিনের দিন থাকতে পারলেন না?

একটু হেসে, "সব জেনেই তো নেমেছি রাস্তায়। এই জ্যাকেটটা ওকে দেবো। খুশি হবে।"

ফোনে কথা হয়?

"রোজ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই লড়াই। শুধু আমার একার ছেলের জন্য নয়। আরও অনেকের জন্য।" 

Comments :0

Login to leave a comment