NIKHAT ZAREEN

দেশকে তৃতীয় সোনা এনে দিলেন নিখাত

খেলা

NIKHAT ZAREEN WOMENS WORLD BOXING  CHAMPIONSHIP BENGALI NEWS

২০২৩ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন।এই নিয়ে মোট ৩টি স্বর্ণপদক জিতল ভারত। রবিবার ৫০ কেজি বিভাগে ভিয়েতনামের ন’গুয়েন থি টাম’কে ৫-০ ব্যবধানে পরাজিত করেন নিখাত।

নিখাত ২০২২ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন। ভারতের কিংবদন্তী বক্সার মেরি কম ছাড়া আর কোনও ভারতীয় বক্সার এতদিন পরপর দুইবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে পারেন নি। সেইদিক থেকে রেকর্ড গড়লেন নিখাত। 

১৭ মার্চ থেকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ২০২৩ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ । শনিবার থেকে শুরু হয়েছে বিভিন্ন বিভাগের ফাইনাল ম্যাচগুলি। প্রথম দিনেই নীতু ঘনঘাস এবং সাওয়েতি বুরার হাত ধরে মেডেলের জয়যাত্রা শুরু করে ভারত। নিখাতের হাত ধরে এল তৃতীয় স্বর্ণপদক। রবিবারই অপর ভারতীয় বক্সার লোভলিনা বরগোহাইন মিডিল ওয়েট বিভাগে অস্ট্রেলিয়ান বক্সার ক্যাটিলিন পার্কারের মুখোমুখি হবেন। তাঁর থেকেও পদক জয়ের আশা করছে ভারতীয় বক্সিং টিম। 

প্রসঙ্গত, ২০০৬ সালের মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৪টি স্বর্ণপদক জিতেছিল ভারতীয় দল। লোভলিনা পদক জিতলে সেই রেকর্ড ফের একবার স্পর্ষ করবেন ভারতীয়রা। ইতিমধ্যেই ৩টি সোনার মেডেল নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে ভারত। ২টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার সংগ্রহ ১টি সোনার মেডেল। 

২০২৩ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ৬৫টি দেশের বক্সাররা। তারমধ্যে ভারত, চীন এবং রাশিয়া থেকে অংশ নিয়েছে ১২জনের দল। 

Comments :0

Login to leave a comment