মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নিখাত জারিন। বৃহস্পতিবার ম্যাচে ভারতীয় বক্সার নিখাত ৫০ কেজি বিভাগে পরাজিত করেছেন আজারবাইজানের প্রতিপক্ষ আনাখানিম ইসমাইলোভাকে। খেলায় ঘরের মাঠে ডিফেন্স না করে অ্যাটাকিং মু্ডে শুরু করেন ভারতীয় বক্সার। আর সেই স্ট্র্যাটেজিতে সফল তিনি।
অন্ধ্র প্রদেশ রাজ্যের নিজামবাদের মেয়ে নিখাত জারিন গতবছর দুটি মেগা প্রতিযোগিতাতে ভারতীয়দের মুখ উজ্জ্বল করেছেন। ২০২২ বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ও ইস্তানবুলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন তিনি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার নিখাত জারিন পরের রাউন্ডে মুখোমুখি হবেন রৌমাইসা বৌয়ালামের সঙ্গে। আলজেরিয়ান রৌমাইসা প্রতিযোগিতার শীর্ষ বাছাই বক্সার। এবং ২০২২ আফ্রিকান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নও।
Comments :0