RAHUL GANDHI

ক্যালিফোর্নিয়া থেকে মোদীকে তোপ রাহুলের

জাতীয় আন্তর্জাতিক

তিন দিনের মার্কিন সফরে গিয়ে মোদীকে তোপ রাহুল গান্ধীর। ৩১ মে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের সাথে মতবিনিময় করেন তিনি। একটি বক্তৃতার সময়, রাহুল গান্ধী বলেন যে ভারত একদল লোক দ্বারা পরিচালিত হচ্ছে যারা 'পুরোপুরি নিশ্চিত' তারা সব কিছু জানে। "তারা ভগবানের সাথে বসে সবকিছু ব্যাখ্যা করতে পারে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনই একটি উদাহরণ," তিনি কটাক্ষ করেন।


প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, "আমার মনে হয় আপনি যদি মোদিজিকে ভগবানের পাশে বসিয়ে দেন, তাহলে তিনি ভগবানকে ব্যাখ্যা করতে শুরু করবেন যে কীভাবে মহাবিশ্ব কাজ করে। এবং ঈশ্বর যা তৈরি করেছেন তা নিয়ে বিভ্রান্ত হবেন।"
তিনি বলেন, “একদল লোক আছে যারা সবকিছু বোঝে। তারা বিজ্ঞানীদের কাছে বিজ্ঞান, ইতিহাসবিদদের কাছে ইতিহাস, সেনাবাহিনীকে যুদ্ধের ব্যাখ্যা দিতে পারে এবং এর কেন্দ্রবিন্দুতে মধ্যমেধা, তারা আসলে কিছুই বোঝে না।"

Comments :0

Login to leave a comment