এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ব্যাট করতে নামে রাজস্থান। নিজেদের ইনিংসের শুরু থেকেই ছন্দে ছিল রাজস্থান। হাফ সেঞ্চুরি করেন যশস্বী জওসোয়াল, জস বাটলার এবং অধিনায়ক সঞ্জু স্যামসন। সেই ভিতের উপর দাঁড়িয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করে রাজস্থান।
হায়দরাবাদের হয়ে ফাজালহক ফারুকি এবং টি নটরাজন ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন উমরান মালিক।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে হায়দরাবাদ। ০ রানে প্যাভেলিয়নে ফেরত যান ওপেনার অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী। আবদুল সামাদ( ৩২) এবং মায়াঙ্ক আগ্রওয়াল(২৭) ছাড়া বলার মত রান করেন নি হায়দরাবাদের কোনও ব্যাটার।
রাজস্থানের হয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ট্রেন্ট বোল্ট ২টি ও রবিচন্দ্রণ অশ্বিন এবং জেসন হোল্ডার ১টি করে উইকেট নেন।
এদিন প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজস্থানের জস বাটলার।
Comments :0