SFI

‘‘সুদীপ্তদার ডাক আসে, লড়াই হবে ক্যাম্পাসে’’ : এসএফআই

রাজ্য

শিক্ষা বাঁচাতে ক্যাম্পাসে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে পৌঁছাতে হবে কলেজের গেটে গেটে। ২ এপ্রিলের সমাবেশ থেকে বার্তা দিল এসএফআই নেতৃত্ব।
‘‘মিলি চক্রবর্তীর চিঠিটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো রাজ্যে ৮২০৭টি স্কুল বন্ধ হচ্ছে। কলেজে ফি বাড়ছে। নয়া শিক্ষা নীতি চালু হচ্ছে। আমাদের প্রশ্ন তুলতে হবে মিড ডে মিলের বরাদ্দ কমা নিয়ে।’’ রবিবারের সমাবেশে একথা বললেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি আরও বলেন, ‘‘ওরা ভেবেছিল প্রশ্ন করার কোন লোক থাকবে না। ছাত্র আন্দোলন দমিয়ে দেবে। তৃণমূল সরকার ভুল ভেবেছিল। আর তাই আজ গত একদশকের মধ্যে প্রথম এসএফআইয়ের সদস্য সংখ্যা এক লক্ষ বৃদ্ধি পেয়েছে।’’ 


রবিবারের সমাবেশে বক্তা হিসাবে ছিলেন এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস। তিনি বলেন, ‘‘একটা সুদীপ্তকে ওরা শেষ করেছে। লাখ লাখ সুদীপ্ত তৈরি হয়েছে। সুদীপ্তরা ক্যাম্পাসে না থাকলে ভর্তির সময় তোলাবাজি হয়। গায়ের জোড়ে ইউনিয়ন দখল করা হয়। আর যেখানে এসএফআইয়ের ইউনিয়ন আছে সেখানে নয়া শিক্ষা নীতি বাতিল এবল ছাত্র ভোটের দাবিতে গণভোট হয়, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়।’’


শিক্ষার দাবিতে যেই লড়াই সুদীপ্ত গুপ্তরা করেছিলেন সেই লড়াই সফল করার আহ্বান জানা এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর। তিনি বলেন ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি এবং তৃণমূল। 
এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকুর রহমান বলেন, ‘‘দশ বছর আগে পুলিশ হেপাজতে সুদীপ্ত গুপ্ত যখন মারা যান সেই ঘটনাকে ছোট ঘটনা বলে চিহ্নিত করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ সেই ছোট ঘটনা বড় ঘটনায় পরিনত হয়েছে।’’ তিনি বলেন, ‘‘তৃণমূল সরকার রাজ্যে বন্দকি কারবার শুরু করেছে। ওরা স্কুল তুলে দিয়ে সেই জমি বন্দ দিতে চাইছে। আর রাজ্যটাকে বিজেপির হাতে বন্দক দিয়ে দিয়েছে।’’

Comments :0

Login to leave a comment