SFI RALLY IN KOLKATA

ছাত্রদের মিছিল ভঙতে মরিয়া পুলিশ

কলকাতা

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, শিক্ষায় দুর্নীতি এবং আনিস হত্যার  তদন্তের দাবিকে কেন্দ্র করে ছাত্রদের বিধানসভা অভিযান বানচাল করতে মরিয়া পুলিশ। শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ এবং হাওড়া স্টেনশ চত্বর ছয়লাপ হয়ে যায় পুলিশে। মোতায়েন করা হয়েছে প্রচুর সাদা পোষাকের পুলিশকেও। 

সারি দিয়ে দাঁড় করানো প্রিজন ভ্যান। একই সাথে কার্যত মাইক বাজিয়ে হুমকি দেোয়া হচ্ছে কোনো প্রকার জমায়েত করলেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার। কলকাতার ধর্মতলায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে জলকামানের। তবে সমস্ত বাধা এড়িয়ে এদিন মিছিল শুরু করার আগেই শিয়ালদহ থেকে গ্রেপ্তার করা শুরু হয় ছাত্র নতৃত্বকে। গ্রেপ্তার করা হয়েছে এসএফআই কলকাতা জেলা সভাপতি দেবাঞ্জন দে, সম্পাদক আতিফ নিসার প্রমুখকে।

Comments :0

Login to leave a comment