শারীরিক উচ্চতা মাত্র দু ফুট। নিজে হাঁটাচলা করতে পারে না। শারীরিক সমস্যা নিয়ে মাধ্যমিক দিয়েছিলেন। তবু ৫৫৩ পেয়েছে মাধ্যমিকে।
জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের মুন্নাজ হ্যাপি হোম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নয়ন দত্ত এই কৃতিত্ন দেখিয়েছে।
বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী নয়ন। নিজের পায়ে হাঁটা চলা করতে পারে না নয়ন। বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে এসেছিলো রেজাল্ট নিতে।
বন্ধুকে কোলে নিয়েই এক গাল হেসে রাকেশ জানায় সে ৫২১ পেয়েছে। কিন্তু বন্ধু নয়ন পেয়েছে ৫৫৩। এতেই যেন দ্বিগুণ হয়েছে আনন্দ। নয়ন কৃষক পরিবারের সন্তান। সে বলেছে, ‘‘পড়াশোনা করেই এই সাফল্য। আমি প্রশাসনিক কাজ করতে চাই।’’
নয়নদের সেই স্কুলের প্রধান শিক্ষক,বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত, ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে।
Madhyamik Jalpaiguri
শারীরিক সমস্যা জয় করে মাধ্যমিকে সফল জলপাইগুড়ির নয়ন

×
মন্তব্যসমূহ :0