তবে সরকার চুপ থাকলেও মাঠে নেমেছে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠন। তাদের কথায় রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ বাড়ার কারণে ধর্মঘট থেকে বিরত থাকা উচিত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিও এই সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেছেন জরুরি পরিষেবার যুক্ত সরকারি কর্মচারিরা যাতে ধর্মঘট থেকে বিরত থাকেন।
রাজ্য কো-ওর্ডিনেশন কমিটি এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য জরুরি পরিষেবার কর্মীদের ধর্মঘটের আওতার বাইরে রেখেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে শহীদ মিনারের তলায় অনশন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা।
Comments :0