বীরভূমে আদিবাসী দম্পতিকে পিটিয়ে খুনের অভিযোগ গ্রামের মোড়ল ও তার লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের আমেদপুরের নোয়াপাড়া গ্রামে। মৃতেরা হলেন পাণ্ডু হেমব্রম এবং পার্বতী হেমব্রম। স্থানীয়দের বক্তব্য শনিবার সকালে গ্রামের মোড়ল তাঁর সঙ্গীদের নিয়ে ওই দম্পতির বাড়িতে এসে ডাইনি অপবাদে তাদের মারধর করে।
গুরুতর আহত হন দুজনে। তাদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
দম্পতির মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ গিয়ে
অভিযুক্ত মোড়লকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে তাদের অনুমান, মারধরের কারণেই দম্পতির মৃত্যু হয়েছে। ডাইনি অপবাদে না অন্য কোন কারণে মারধর করা হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পিটিয়ে খুনের অভিযোগের ভিত্তিতে মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ।
শেষ পাওয়া খবরে জানা গেছে এখনও দেহের শেষকৃত্য হতে দিচ্ছে বা গ্রামবাসীরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেহ শ্মশানে ফেলে রাখা হয়েছে। তাদের অভিযোগ ডাইনী অপবাদে পিটিয়ে মারা হয়েছে পাণ্ডু হেমব্রম এবং পার্বতী হেমব্রমকে।
Comments :0