Body Recover

এক পরিবারের তিন জনের রহস্যজনক মৃত্যু

রাজ্য

নববর্ষের প্রথম দিনেই বরানগরের নিরঞ্জন সেন নগর এলাকার এাটি বাড়ি থেকে তিন জনের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। স্থানীদের বক্তব্য অনুযায়ী নিহতের সম্পর্কে বাবা ছেলে ও নাতি। তিনটি দেহই পচাগলা অবস্থায় উদ্ধার করে বরানগর থানার পুলিশ। নিহতদের নাম শঙ্কক হালদার(৭০)। অভিজিত ওরফে বাপ্পা হালদার(৪২) বর্ণ হালদার(১৫)। শঙ্কর হালদারের ছেলে অভিজিত হালদার এবং নাতি বর্ণ হালদার।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার নববর্ষের সকালে ওই বাড়ি থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে ৷ সন্দেহ হওয়ায় বরানগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসে তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তিনজনের দেহ উদ্ধার করে। একটি ঘর থেকে  অভিজিতের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।  অন্য একটি ঘরে অভিজিতের বাবা এবং ছেলের দেহ উদ্ধার হয়। তিনটি দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতেরা সম্পর্কে বাবা দাদু ও নাতি। পুলিশ জানিয়েছে, নিহতদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের অনুমান অভিজিত বাবা ও ছেলেকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী হয়েছেন। নয়তো তিনজনকে খুন করা হয়েছে। তবে খুন না আত্মহত্যা  সেই বিষয়ে তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments :0

Login to leave a comment