West Bengal Weather

মরসুমের শীতলতম দিন আজ

রাজ্য

শীতের আমেজ না থাকায় কিছুটা আক্ষেপ দেখা গিয়েছিল রাজ্যবাসীর মধ্যে। 
এবার মিটতে চলেছে সেই আক্ষেপ। ডিসেম্বরের মাঝামাঝি ঠান্ডা পড়ার কথা থাকলেও তা হয়নি। গত সপ্তাহ পর্যন্ত সকালের দিকে ঠান্ডা ভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যেত। কিন্তু চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে সেই ভাব কাটতে শুরু করেছে। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয় জেলা গুলিতেও নামতে শুরু করেছে তাপমাত্রা। উত্তর গেলা গুলিতে কনকনে ঠান্ডা উপভোগ করতে শুরু করেছেন মানুষ জন। কলকাতার থেকে জেলা গুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কম বলে হাওয়া অফিস সূত্রে খবর।

বঙ্গপোসাগরে নিম্নচাপের কারণে উত্তরের হাওয়া রাজ্যে প্রবেশ করতে বাঁধা পাচ্ছিল। যার কারণে ডিসেম্বেরের ঠান্ডা উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। কিন্তু সেই নিম্নচাপ সরে যেতেই উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে। যার জেরে নামছে তাপমাত্রা। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন কোন বৃষ্টির সম্ভাবনা রাজ্যে নেই। আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।     

Comments :0

Login to leave a comment