Beedi Workers

বিড়ি শ্রমিকের মিছিল, ডেপুটেশন ঝালদায়

জেলা

Beedi Workers


পুরুলিয়া জেলার অন্যতম পুরনো এবং সর্ববৃহৎ শিল্প হল বিড়ি শিল্প। এই শিল্পের সঙ্গে জেলার মোট জনসংখ্যার দেড় লক্ষর বেশি মানুষ যুক্ত। অথচ বিড়ি শিল্পের সঙ্গে শ্রমিকরা সব দিক থেকে বঞ্চিত। দেশের সরকারের কোন ঘোষিত মজুরি নেই,  রাজ্য সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করলেও কার্যকরী করার কোন ভূমিকা নেই। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সকল বিড়ি শ্রমিকদের পিএফ এবং দীর্ঘ আন্দোলনের ফলে পুরুলিয়ায় যে বিড়ি শ্রমিক হাসপাতাল তৈরি হয়েছে অবিলম্বে সেই হাসপাতালে চিকিৎসা পরিষেবার কাজ শুরুর দাবিতে শুক্রবার অনুমোদিত সিআইটিইউ অনুমোদিত পুরুলিয়া ডিস্ট্রিক্ট বিড়ি কারিগর ইউনিয়নের পক্ষ থেকে কয়েক হাজার বিড়ি শ্রমিকের মিছিল ঝালদা শহর পরিক্রমা করার পর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন। 

৯ দফা দাবিতে মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে আগামী দিনে শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সভাপতি নিখিল মুখার্জি, জেলা সম্পাদক হারাধন ব্যানার্জি সহ পরেশ মাহাতো, সহরই কুমার। সভাপতিত্ব করেন ভীম কুমার। সরকারি হারে ন্যূনতম মজুরি চালু করা, সরকারি হারে বোনাস প্রদান, সকল বিড়ি শ্রমিকদের পরিচয় পত্র দেওয়া, বিড়ি শ্রমিকদের ওয়েলফেয়ারের সকল প্রকল্প গুলি চালু রাখা, বিড়ি শ্রমিকদের গৃহ নির্মাণ ২০১৬’র বকেয়া টাকা সত্বর প্রদান, বিড়ি শ্রমিকদের বিদ্যুৎ সংযোগের জন্য সরকারি প্রকল্পটি বন্ধ না করে চালু রাখা, স্মার্ট মিটার চালু না করা, কোর্টের নজরদারিতে সারদা, নারদা, রোজভ্যালি, কয়লা, গরু পাচার, নিয়োগ দুর্নীতি চাকরি বিক্রিসহ যেসব কেলেঙ্কারি গুলির তদন্ত চলছে তা স্বচ্ছ ও দ্রুত শেষ করার দাবি জানান হয় ডেপুটেশনে। 


 

Comments :0

Login to leave a comment