Jalpaiguri Water Bodies

বর্ষায় নামা যাবে না মূর্তিতে, নিষেধাজ্ঞা রাজবাড়ির দিঘিতেও

জেলা

জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি।

স্নান করতে নেমে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে। জেলা প্রশাসন এবার জানালো বৈকুণ্ঠপুর রাজবাড়ির দিঘিতে স্নান একেবারেই নিষিদ্ধ। 
দিঘির চারপাশে লাগানো হয়েছে সতর্কীকরণ ব্যানার— ‘ঝুঁকিপূর্ণ পুকুর, স্নান নিষিদ্ধ’। 
অন্যদিকে, ডুয়ার্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তি নদীতেও এবার স্নান নিষিদ্ধ। বর্ষাকালে নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে যায়, স্রোতও হয়ে ওঠে প্রাণঘাতী। বন দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা ভেঙে নদীতে নামলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
তবে ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুকুর রায়কতপাড়া, সেনপাড়া সহ সদর ব্লকের পাহাড়পুর এলাকার মানুষের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সামাজিক অনুষ্ঠানে এই জলাশয় ব্যবহার করা যাবে কিনা তা এখনও স্পষ্ট করেনি প্রশাসন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন