গাজায় গণহত্যা চলছে। নিরস্ত্র নারী, শিশু, বৃদ্ধদের নির্বিচারে হত্যা করছে ইজরায়েল। মদত দিচ্ছে আমেরিকা। আক্রমণ বন্ধ করার দাবিতে শুক্রবার মিছিল হয়েছে যাদবপুরে। সিপিআই(এম) মধ্য যাদবপুর এরিয়া কমিটি ডাকে যাদবপুরের বাঘাযতীন থেকে রামগড় পর্যন্ত মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটি সদস্য সৃজন ভট্টচার্য, পার্টিনেতা খোকন ঘোষদস্তিদার, কানাই দেব, তনুশ্রী মন্ডল প্রমুখ।
রাজ্যের বিভিন্ন জায়গায় গাজায় গণহত্যার প্রতিবাদে চলছে মিছিল। সংঘর্ষবিরতির জন্য কেন্দ্রের মোদী সরকারের ভূমিকা নেওয়ার দাবি উঠছে মিছিলে।
Comments :0