মঙ্গলবার ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্টের শেষদিনের ম্যাচ শুরু আগে বৃষ্টির ভ্রূকুটি লিডসের হেডিংলি স্টেডিয়ামে । সূত্র অনুযায়ী প্রায় ৮৪শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে লিডসে। বর্তমানে লিডসের আকাশ বেশ মেঘলা রয়েছে। হাওয়া দিচ্ছে। ইংল্যান্ডের সময় অনুযায়ী সকাল ১১টা ( ভারতে দুপুর ৩:৩০ ) নাগাদ থামতে পারে বৃষ্টি। আবার দুপুর ২টো ( ভারতে সন্ধ্যা ৬:৩০টা ) নাগাদ শুরু হতে পারে বৃষ্টি। অর্থাৎ ম্যাচ বাতিল না হলেও হয়তো বৃষ্টির কারণেই ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে কমে যেতে পারে ওভারের সংখ্যা। সেই সঙ্গে সঙ্গে কমতে পারে ইংল্যান্ডের লক্ষ্যও।
india vs england test series
বৃষ্টির ভ্রূকুটি হেডিংলি স্টেডিয়ামে

×
মন্তব্যসমূহ :0