Biman Basu on Buddhadeb Bhattacharya

জনতার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে শ্রদ্ধা জানানোর আহ্বান বিমান বসুর

রাজ্য

প্রতীম দে ও সৌরভ গোস্বামী

বুদ্ধদেব ভট্টাচার্য ৬০-এর দশকের তরুণ বিপ্লবী ছাত্র কর্মী। তারপর যুব সংগঠনের সাথে যুক্ত থেকে সারা রাজ্যে সেই সময় নতুন করে যুব সংগঠন গড়ে তোলার কাজে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বুদ্ধদেব ভট্টাচার্য।
যখন পারিষদীয় রাজনীতির আঙিনায় ছিলেন দায়িত্ব থেকে বিচ্যুত হননি। শ্রেণিশত্রুর বিরুদ্ধে ঘৃণা জাগ্রত করেছেন। কিন্তু অশালীন আচার আচরণের সাথে কোনও সম্পর্ক ছিল না।

বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় একথা বলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সভাপতিত্ব করছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন শ্রদ্ধা জানানো হয় আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রীর স্মৃতিতে। স্লোগান ওঠে: ‘উই ওয়ান্ট জাস্টিস’।
যখন প্রথম বইমেলা হলো তা প্রায় ফুটপাথে হয়েছিল। কাঠের রেক তৈরি করে করা হয়। পরের বছর বুক গিল্ড করে। ৭৮ সালে বুক গিল্ড আর বুক সেলার অ্যাসোসিয়েশন বুদ্ধদেবের উদ্যোগে শুরু হয়। পরে তা আন্তর্জাতিক স্বীকৃতি পায়।
বুদ্ধদেব ভট্টাচার্য রা মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সংগঠন শুধু বক্তৃতা করে করার কথা বুদ্ধদেব ভাবত না। কর্মীদের সাথে আলোচনা করত। সমস্যা জানত, সমাধান করে দিয়ে আসত। এখনকার প্রজন্মকে খেয়াল রাখতে হবে, মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। এই কাজ করার লক্ষ্যে শপথ নিতে হবে। তবে বুদ্ধদেব এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।

স্মরণসভায় যোগ দিয়েছেন বিভিন্ন অংশের মানুষ। এসেছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। এনসিপি ও আরজেডি নেতৃত্বও যোগ দিয়েছেন। এসেছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। সঞ্চালনা করছেন রজত ব্যানার্জি। 

Comments :0

Login to leave a comment