আদি জনগোষ্ঠী মাওরি বিক্ষোভে নিউজিল্যান্ড তোলপাড়। দেশের রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখালেন ১০ হাজারের বেশি মাওরি জনগোষ্ঠীর নাগরিক।
বিরোধের কেন্দ্রে রয়েছে নিউজিল্যান্ডের সংসদে পেশ একটি বিল। ব্রিটিশ শাসনের সময়ে স্বাক্ষরিত একটি চুক্তিকে সংশোধন করতে চেয়েছে এই বিল। পার্লামেন্টে বিলটি পাশ হওয়ার সম্ভাবনা খুব কম। তবে মাওরি জনগোষ্ঠীর সঙ্গে দেশের বহু অংশ এই পদক্ষেপে অতি দক্ষিণপন্থার স্বর খুঁজে পাচ্ছে।
‘ওয়াইতাঙ্গি চুক্তি’ সই হয়েছিল ১৮৪০ সালে। ব্রিটিশ শাসনে তখন নিউজিল্যান্ড। মাওরি জনগোষ্ঠীর ক্ষোভ-বিদ্রোহের আঁচে সেই বিল সই করতে হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে। জমি এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের অধিকার ওই বিলে স্বীকৃত হয়েছিল বলে মনে করেন মাওরিরা।
নিউজিল্যান্ড সরকারের এক মন্ত্রী ডেভিড সেমোর পেশ করেন বিতর্কিত বিল। সেমোরের বক্তব্য, আদি জনগোষ্ঠী জমি এবং বসবাসের প্রশ্নে মাওরিদের বাড়তি অধিকার দেওয়া হয়েছে। বাড়তি সুযোগ দেওয়া হয়েছে। এই বিলে তা সংশোধন করার প্রস্তাব রয়েছে। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন জানিয়েছেন যে তিনি এবং তাঁর অনুগামীরা পার্লামেন্টে বিলটিকে সমর্থন দেবেন না। ফলে পাশ হবে না বিল।
২০২৩’র নির্বাচনে মধ্য বাম বলে পরিচিত লেবার পার্টির ক্রিস হিপকিনকে হারিয়ে প্রধানমন্ত্রী হন মধ্য দক্ষিণপন্থী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন জোট। আইনজীবী, সমাজকর্মীদের গুরুত্বপূর্ণ অংশের সঙগে প্রাক্তন প্রধানমন্ত্রী হিপকিনসও এই বিলের প্রতিবাদ জানিয়েছেন।
MAORI NEW ZEALAND
মাওরি অধিকারের বিক্ষোভে তোলপাড় নিউজিল্যান্ডে
×
Comments :0